যে যুক্তিতে ভাড়া বাড়াতে চায় পরিবহন মালিক সমিতি

Passenger Voice    |    ০৪:৫০ পিএম, ২০২১-১১-০৪


যে যুক্তিতে ভাড়া বাড়াতে চায় পরিবহন মালিক সমিতি

ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে গাড়ি ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন পরিবহন মালিকরা। এ জন্য ভাড়া বাড়ানোর বিভিন্ন কারণ দেখিয়ে বৃহস্পতিবার (৪ নভেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) চিঠি পাঠিয়েছে পরিবহন মালিক সমিতি।

চিঠিতে সংগঠনের মহাসচিব খন্দকার এনায়েতউল্ল্যাহ বলেন, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দূরপাল্লার রুটে গত আট বছরে ভাড়া বাড়ানো হয়নি। অথচ এ সময়ের মধ্যে গাড়ির চেসিস, টায়ার, টিউব, খুচরা যন্ত্রাংশের দাম বেড়েছে। এছাড়া বিভিন্ন ধরনের কর ও ফিও বেড়েছে। এতে গাড়ি পরিচালনা ব্যয় বেড়েছে। করোনাকালে মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক মালিক দেউলিয়া হয়ে গেছেন।

চিঠিতে তিনি বলেন, এর আগেও সমিতি ভাড়া বাড়ানোর জন্য একাধিকবার দাবি জানিয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি। এর মধ্যে গতকাল (বুধবার) রাতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এ অবস্থায় তেলের দাম পরিশোধ করতেই হিমশিম খাবেন গাড়ির মালিকরা। বাস ভাড়া না বাড়ালে গাড়ি পরিচালনা করা যাবে না।

জানা গেছে, বিআরটিএ চেয়ারম্যান ওই চিঠি পেয়েছেন। তিনি জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করতে চাইছেন। বৃহস্পতিবার দুপুরে সড়ক পরিবহন ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে তিনি কথা বলেছেন বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। 

উল্লেখ্য, বুধবার জ্বালানি তেলের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তা বুধবার দিবাগত রাত থেকে কার্যকর হয়। ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনঃনির্ধারণ করে সরকার।